‘মনপুরা’ খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির কাজ করতে গিয়েই পরীমণি-রাজের সম্পর্ক ও বিয়ে। অনেকেই মনে করেন, সেলিম এই প্রেমে অনুঘটকের কাজ করেছেন। ‘স্বপ্নজাল’ ছবি থেকেই গিয়াস উদ্দিন সেলিমের প্রিয় হয়ে ওঠেন পরীমণি। পরীমণিও সেলিমকে শ্রদ্ধা করেন খুব। এত কিছুর পরেও সেলিমের পরবর্তী ছবিতে পরীমণি নেই। রাজের সঙ্গে অভিনয় করবেন মন্দিরা ও মিথিলা।
গিয়াস উদ্দিন সেলিমের আগামী ছবি, মৈমনসিংহ গীতিকা-র একটি পালা অবলম্বনে ‘কাজলরেখা’। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শ্যুটিং শুরু। ছবির প্রধান তিন চরিত্রের কাজলরেখা, সুচকুমার, কঙ্কণ দাসী। কাজলরেখা চরিত্রে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী, সুচকুমার চরিত্রে শরীফুল রাজ এবং কঙ্কণ দাসী চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা।
‘কাজলরেখা’ গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের প্রকল্প। ২০০৯ সালে অতি জনপ্রিয় ‘মনপুরা’ ছবি মুক্তির পরেই ‘কাজলরেখা’ ছবির চিত্রনাট্য লেখেন গিয়াস উদ্দিন সেলিম। কিন্তু এত দিন পরে ছবি নির্মাণে হাত দিলেন তিনি। এ বিষয়ে তিনি বললেন, “ষোড়শ শতাব্দীর ‘মৈমনসিংহ গীতিকা’র গল্প চলচ্চিত্রে ধারণ করা সহজ নয়। সেই সময়কে ধরতে হবে। অনেক বড় আয়োজন। বাজেটও অনেক। লোকেশন তৈরি, পোশাক, সওদাগরের নৌকা, তখনকার সময়ের নানা জিনিস দিয়ে রচনা করতে হবে পরিবেশ। লম্বা সময় ধরে কাজ চলবে।”
জানা গিয়েছে শ্যুটিং হবে নেত্রকোনার দুর্গাপুর, সিলেটের হাওর, কক্সবাজার সমুদ্রে। ঢাকার বাইরে সেট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।