প্রেক্ষাগৃহের সংখ্যা হাজার থেকে কমতে কমতে ৪০ এর কোঠায় নেমেছে। প্রেক্ষাগৃহ সংখ্যায় কম থাকলেও ঈদমুখী সিনেমার ব্যবসায় ছবি মুক্তির হুড়োহুড়ি লেগেছে। এর মধ্যে বড় বাজেটের একাধিক ছবি মুক্তির মিছিলে
এ অবস্থায় একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে মুক্তির প্রহর গুনছে প্রযোজক নায়ক অনন্ত জলিলের ছবি ‘দিন দ্য ডে’। প্রায় ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার কোনো ছবি।
এর আগে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে গেলেও বৃহস্পতিবার রাতে উত্তরার হাভেলি রেস্তোরাঁয় এ ছবির গান প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, আসন্ন ঈদুল আযহায় মুক্তির তারিখ আর পরিবর্তন হবে না।
তিনি বলেন, ‘দিন দ্য ডে’র বেশিরভাগ বিনিয়োগ এসেছে ইরানের। তাই মুক্তির বিষয়টি এতদিন তাদের উপর ছিল। কিছুদিন আগে ইরানিদের সাথেও আলাপ করেছি। তারা না চাইলেও ঈদুল আযহায় আমার ছবি মুক্তি পাবে। আর কোনো নড়চড় হবে না। বারবার মুক্তি স্থগিত করায় আমার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।
অনন্ত জলিল বলেন, যেহেতু ঈদুল আযহায় ‘দিন দ্য ডে’ নিশ্চিত মুক্তি পাবে, তাই আমি চাইছি ঈদে এই ছবির সাথে অন্য ছবিগুলো না আসুক। কারণ আমাদের এখন আগের মতো ৮০০ হল নেই। তাই এত ভালো ছবি অল্প কিছু হলে ভাগাভাগি করে মুক্তি দিতে চাই না। এ ব্যাপারে প্রযোজক সমিতির অফিসে গিয়ে প্রযোজকদের সাথে আলাপ করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। অনন্ত জলিলের কথার প্রেক্ষিতে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে প্রশ্নের জবাবে খসরু বলেন, ঈদে ছবি মুক্তির বিষয়টি সবার জন্য উন্মুক্ত। কিন্তু আমি মনে করি, ‘দিন দ্য ডে’র মতো ছবি এলে অন্যরা কেউ তাদের ছবি মুক্তি দেবে না।
প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খসরু বলেন, সমিতির পক্ষ থেকে শুধু ‘দিন দ্য ডে’ মুক্তির ব্যাপারে কিংবা অন্য কোনো ছবি মুক্তিতে বাঁধা দেয়া হবে না। এমনকি প্রযোজকদের বারণ করা হবে না। কারণ, এটি প্রযোজনা সমিতির নীতিমালায় নেই।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.