বিনোদন

এফডিসিতে যাও, শুটিং করে খাও: সুচরিতা

সব জল্পনা ও নানান সিনেম্যাটিক ঘটনার পর টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন চিত্রনায়ক জায়েদ খান।

এ সময় জায়েদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন কালজয়ী অভিনেত্রী সুচরিতা, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় এফডিসিতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন সত্যের জয় হয়নি আজকে?

আরে এতদিন ভদ্রলোকরা দৌড়ায়নি তো। আমরা ভদ্র মানুষ। কারও সঙ্গে মারামারি করতে যাইনি। এই যে তালা লাগিয়ে চলে গেছে। কে, কার পাওয়ার এত। তারা শিল্পী সমিতির সেবা করবে! এই শিল্পীদেরকে বাইরে বসিয়ে রেখে। জন্ম থেকে এই এফডিসিতে আমার পথচলা। জন্মের পরে আমার মা বলছে, এফডিসিতে যাও, শুটিং করে খাও।

সাংবাদিকদের সঙ্গে আরও কথা বলতে বলতে তিনি নিপুণ সম্পর্কে বলেন, চিত্রনায়িকা! তিনি নায়িকা হিসেবে তো কোনো ভিতই গড়তে পারেননি এখনও। আবার সমিতি চালাবে। কি সমিতি চালাবে, সে কি জানে সমিতির?

তার পেছনে কতগুলা আছে, কাম নাই কাজ নাই, কি করি খই ভাজ। ওই অবস্থা হইছে এখন চলচ্চিত্র জগতের। শুটিং নাই… ফুটিং নাই একটা কিছু করে খেতে হবে তো। মাগো পাগল হয়ে গেলাম। এখন ইন্ডাস্ট্রিতে থাকব কি না এটা সন্দেহ আছে।

এখন সিনিয়র শিল্পী হিসেবে পুরো দেশবাসির কাছে জিজ্ঞেস করছি, জায়েদকে (উদ্দেশ্য করে) আজকে তুমি তো জিতেছ তাই না, আলহামদুলিল্লাহ, তার মানে আজকে আমরা জিতেছি। আমাদের পুরো প্যানেলটা জিতেছে। তো আমি ভাই কত বছর বয়সে ইন্ডাস্ট্রিতে আসছি, সেই আট বছর বয়সে। ভোর চারটার সময় এসে এফডিসির আগের শহীদ মিনারের নিচে বসে থাকতাম। যখন প্রথম আমি নায়িকা হলাম একটা ছবিতে, তখন নতুন। শাবানা ম্যাডাম ছিলেন সেই ছবিতে। তিনি নাকি সেই ৮টার মধ্যে চলে আসেন। সেই ছবিতে শ্রদ্ধেয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। উনি আমাকে সেই ভোর ৪টার সময় বসিয়ে রাখতেন। কারণ, শাবানা ম্যাডাম আসবেন, সেই সুচরিতা আজকে শিল্পী সমিতির গেটের বাইরে বসে থাকবে।

এখন আপনারাই বলেন, সে নাকি শিল্পী সমিতির সেবা করবে? আমি শিল্পী না? অরুণা বিশ্বাস শিল্পী না? জায়েদ খান শিল্পী না? তাহলে কি অসভ্যতা? আমরা সব অসভ্য হয়ে গিয়েছি শিল্পীরা। কি করব এখন আপনারাই বলেন? দেশের পলিটিকক্স থেকে এখন এটা আরও জঘন্য পলিটিক্স হয়ে গেছে। তালা খুলবে না, এটা কেন খুলবে না।কীভাবে খোলা হবে এটা? আমি প্লিজ এখন চলে যাব, এভাবে বাইরে বসে থেকে আমি অপমানিত বোধ করছি।

প্রসঙ্গত, বুধবার (২ মার্চ) আদালতের রায় পাওয়ার পর বিকেলেই এফডিসিতে যান জায়েদ খান ও এই শিল্পীরা। প্রায় একমাস পর সেখানে গেলেন তিনি। কিন্তু শিল্পী সমিতিতে প্রবেশ করতে পারছিলেন না তিনি। কারণ, সমিতির গেটে তালা দেওয়া ছিল।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker