হলিউড সিনেমায় শাকিব খান! আসিফ আকবরের নতুন ছবিতে প্রধান চরিত্রে ‘কিং খান’
গুঞ্জন সত্যি হলো: বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতার থ্রিলারে থাকছেন ঢালিউডের শীর্ষ নায়ক
দীর্ঘদিনের গুঞ্জন সত্যি হতে চলেছে। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান এবার হলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের নতুন একটি ক্রাইম থ্রিলার ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি ঈদুল আজহায় এই খবরটি নতুন করে ছড়িয়ে পড়েছিল। অবশেষে পরিচালক আসিফ আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে তৈরি ‘এমআর–নাইন’ খ্যাত এই নির্মাতা তার নতুন সিনেমায় শাকিব খানকে প্রোটাগনিস্ট (প্রধান চরিত্র) হিসেবে নির্বাচন করেছেন।
পাণ্ডুলিপির কাজ চলছে, থাকছেন আন্তর্জাতিক তারকারাও
পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, বর্তমানে ছবিটির পাণ্ডুলিপির কাজ চলছে। শাকিব খান এই ছবির জন্য নির্বাচিত হয়েছেন এবং তার সঙ্গে থাকবেন দুজন চিত্রনায়িকা। একজন নেওয়া হবে বাংলাদেশ থেকে এবং অন্যজন আসবেন হলিউড থেকে। শুধু তাই নয়, ছবির খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন হলিউডের একজন সুপরিচিত মুখ।
যুক্তরাষ্ট্রে চূড়ান্তকরণ ও ২০২৬ সালের মুক্তি
জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। সেখানেই এই প্রজেক্টের সমস্ত বিষয় চূড়ান্ত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি শাকিব খানের আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা এবং ঢালিউড সিনেমার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।