শুক্রবার (২৭আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে। পদোন্নতি প্রাপ্ত ২৪ জন শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় তিনি পদোন্নতি পাওয়া শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে বলেন,
শিক্ষকদের কাজের মান অনুযায়ী সম্মাননা দেয়া হলে, তাঁরা দ্বিগুণ উৎসাহের সাথে কাজ করতে আগ্রহী হবে। যেকোন কাজের স্বীকৃতিস্বরুপ পদোন্নয়ন হলে, যে সকল দপ্তরের পেশাজীবিরা সম্মানিত বোধ করেন। আমি শুনে অতি আনন্দিত যে, আপনারা নিজের যোগ্যতায় সম্মানিত হয়েছেন, পদোন্নতি পেয়েছেন।
আরো বলেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, এই দুটি মিলে একটি অধিদপ্তর না হয়ে মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর থাকলে এই স্তরের কাজের গতি আরো বৃদ্ধি পাবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে দিয়েছিলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দিয়েছিলেন, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা পূর্ণ চাকমা, বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য চম্পানন চাকমা, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, প্রধান শিক্ষক তৃণা চাকমা আরো প্রমুখ।