মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের বাঘমারা নামক স্থানে আগুন লেগে বনের বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি বন বিভাগ। তবে ধারণা করা যাচ্ছে, দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়েছে। আগুনে প্রায় এক একর জায়গা পুড়ে যেতে পারে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে বনে আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে বনে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এক প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা বলেন, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলতে হবে।