ঠাকুরগাঁও
পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় চালক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় আবেদ (৩৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই গেঞ্জিডুবা বালু মহালে এ ঘটনা ঘটে। জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে টাঙ্গন নদীর গেঞ্জিডুবা বালু মহালে একটি ট্রাক্টর ট্রলিতে বালু বোঝাই করা হয়।
এর পর ট্রলিটি নিয়ে যাওয়ার সময় সেটি উল্টে যায়। এ সময় ট্রলির চালক আবেদ চাপা পড়ে। তাকে উদ্ধার করে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবেদ করনাই গ্রামের আনিসের ছেলে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তার জানা নেই।