শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোঠা ইসুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সুমন পারভেজ, নাঈম ইসলাম, নাজমুল হাসান হিমেল, মাহাবুব, সাব্বির, মারজিনা আক্তার রিতু, প্রিন্স মাহামুদসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার ছাত্র সমাজ চায় আমরা এর পক্ষে কাজ করছি। কিন্তু কোটা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজ পথে থেকে এর প্রতিহত করবে। আন্দোলনের নামে ক্লাস বর্জন, জনদুর্ভোগ সৃষ্টি করা ছাত্র সমাজের কাম্য নয়। সুশিক্ষার মধ্য দিয়ে শিক্ষা শান্তির প্রগতি মানতে হবে।