টিফিনের টাকা জমিয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছেন, রংপুর জেলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ‘শাহরিয়ার রহমান নাফিস’।
২০২৩ সালে যখন সারাদেশে তীব্র তাপদাহ চলতে থাকে, তখন চিন্তা করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশে নানামুখী বিরুপ প্রভাব পড়ছে। তখন থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করার উদ্যোগ নেয় নাফিস। বন্ধুদের সাথে শেয়ার করে বিষয়টি, তারাও আগ্ৰহ করেন কাজ করার। বন্ধুদের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন ‘রুপান্তর’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর শুরু করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নানামুখী কার্যক্রম। নিজের ও বন্ধুদের টিফিনের টাকা একত্রিত করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ১ হাজার ৪০০ টি বৃক্ষরোপণ করেছেন। পাশাপাশি ২০ হাজার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বার্তা পৌঁছে দিয়েছেন তারা। মহীরুহ নামক প্রজেক্টের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক অলিম্পিয়াড, দেয়ালিকা করে মানুষকে সচেতন করতেও কাজ করে যাচ্ছেন।
তাদের এমন পরিবেশ রক্ষা উদ্যোগ নিয়ে নাফিস জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিকভাবে জলবায়ু ন্যায্যতা আদায়ে বাংলাদেশে পক্ষে অদূর ভবিষ্যৎ কাজ করতে চাই। আমাদের পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মধ্যে ২৫ হাজার বৃক্ষ রোপণ করবো এবং ২০৩০ সালের মধ্যে সারা দেশেই জলবায়ু সচেতনতা কার্যক্রম এবং উল্লেখযোগ্য পরিমাণ গাছ রোপণের পরিকল্পনা আছে আমাদের।
স্কুল পড়ুয়া শিক্ষার্থীর, পরিবেশ ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রংপুরের মানুষেরা। ইতিমধ্যেই তাদের কার্যক্রম বিভাগের সকল জেলায় ছড়িয়ে পড়েছে এবং সর্বমহলের ব্যাপক প্রশংসা পাচ্ছেন।