কাউনিয়ায় ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি
কাউনিয়ায় ফুসফুসে ব্রণকাইটিস রোগে আক্রান্ত স্কুল ছাত্রী এলিনা আক্তার ঐশী কে চিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন দিনমজুর বাবা এনামুল হক।
রংপুরের কাউনিয়া উপজেলার রসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী এলিনা আক্তার ঐশী, এক সময় নিয়মিত স্কুলে গেলেও এখন আর স্কুলে যেতে পারছে না, সহপাঠীরা যখন দল বেঁধে স্কুলে যায় তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শারীরিক অসুস্থতা কেড়ে নিয়েছে সব আনন্দ। বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত তখন ঐশী ফুসফুসে ব্রণকাইটিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে।
পরিবারের তথ্য মতে ঐশী’র চিকিৎসার পেছনে এ পর্যন্ত তার পরিবার ও বিভিন্নভাবে ১০-১২ লাখ টাকা খরচ করেছেন। এমনকি চিকিৎসার জন্যে তাদের জায়গা-জমি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। এখন অন্যের জমিতে বসবাস করছেন।
চিকিৎসকরা বলেছেন, ঐশী’র চিকিৎসা করাতে হলে কমপক্ষে আরোও ১০লাখ টাকা প্রয়োজন; যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
স্হানীয়রা বলছেন, এলিনা আক্তার ঐশীর চিকিৎসায় আত্মীয়স্বজনসহ অনেকেই হাত বাড়িয়েছেন। দুরারোগ্য এই জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি ও তার পরিবার এখন নিঃস্ব। সবাই মিলে সহায়তা করলে একটি নিঃস্ব পরিবারের মাঝে আবার আশার আলো সঞ্চারিত হবে। মা-বাবা স্বাভাবিক জীবনে ফিরে পাবে তাদের প্রিয় আদরের কন্যাকে।