রংপুর

কাউনিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে

উত্তরের জেলা রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজে ২০২৪-২৫ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের দর্শন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো: গোলাম আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম। ইংরেজি বিভাগের প্রভাষক মো: সাইফুর রহমান মুক্তা ও শিক্ষার্থী জান্নাত-ই-রাহির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো: মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আ.হ.ম খায়রুল ইসলাম হেলাল ও মো: মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোছা: মমতাজ বেগম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক খোরশেদ আলম আকন্দ, একাদশের শিক্ষার্থী ইশরাত জাহান প্রাপ্তি, দ্বাদশের শিক্ষার্থী আমিরা আক্তার ও তামান্না প্রমুখ। 

এর আগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

দ্বারা
মঞ্জুরুল আহসান, কাউনিয়া উপজেলা প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker