রংপুর
কাউনিয়ায ৮ ভিক্ষুক পেলেন ‘বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা’
কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজ সেবা দপ্তরের বাস্তবায়নে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলার ৮ ভিক্ষুক কে মালামালসহ দোকান ঘর হস্তান্তর করা হয়েছে।
মালামাল নগদ অর্থসহ দোকান ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজ সেবা অফিসার মো: সামিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার প্রমূখ।
প্রতিজন ভিক্ষুকের জন্য দোকান ঘর নির্মাণ, মালামাল, যাতায়াতসহ ৫০ হাজার টাকা করে ব্যয় করা হয়েছে।