রংপুর

ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে রাশিয়ান পতাকা দিবস উদযাপন

ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে দিনব্যাপী রাশিয়ান পতাকা দিবস উদযাপন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে “ডিগো ইন্টারন্যাশনাল”র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস অ্যান্ড অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া। এতে শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া, ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

রাশিয়ান পতাকা সম্পর্কে অনুষ্ঠানে বক্তারা বলেন, রাশিয়ার পতাকা যা ত্রিবর্ণ নামে পরিচিত। তিনটি অনুভূমিক স্ট্রিপ দিয়ে গঠিত: সাদা, নীল এবং লাল। এই রংগুলোর গভীর প্রতীক রয়েছে। সাদা মহত্ব এবং খোলামেলা মনোভাবের প্রতিক, নীল বিশ্বাস এবং সততার প্রতীক এবং লাল শক্তি এবং সাহসের প্রতীক। রাশিয়ার পতাকা জাতীয় ঐক্য এবং গর্বের প্রতীক, যা মানুষকে মহান অর্জনে অনুপ্রাণিত করে।

Image

বক্তারা আরও বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর তার উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশিয়ার পিপলস ইউনিভার্সিটির অ্যালমনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম সরদার, ঢাকার রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী কাউন্সেলর আন্দ্রে স্টারকভ, ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, রাশিয়ান দূতাবাসের রুবলেভা ইউলিনা, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা অধ্যাপক ড: রমিত আজাদ, ডিগো ইন্টারন্যাশনাল এর ডাইরেক্টর প্রকৌশলী হাসান ইমাম, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম শামীম প্রমুখ।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker