তিস্তা বাচাও দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে ভারতীয় চক্রান্তে আকস্মীক ভাবে পানি ছাড়ার ফলে সৃষ্ঠ্য বন্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবির প্রেক্ষিতে রংপুরের কাউনিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে কাউনিয়া বাস স্টন্ডে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, সোহেল রানা সোহান, আব্দুর রহিম, সাবাব আবতাহি আবেশ, মোসাব্বির তরফদার, মাহির লাবিব, সাকিন আহম্মেদ আপন, সাজু আহম্মেদ, সাওন আসলাম, আল আমিনসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোন সূরাহা আসবেনা ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবো। আমরা টনে টনে ইলিশ দেই আর তারা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে বন্যায় হাবুডুবু খাওয়াচ্ছে।
বিক্ষোভ কর্মসূচির শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে নতুন কর্মসূচি ঘোষণা করেন আগামী ২৩-০৮-২৪ ইং তারিখে তিস্তা ব্রিজে মানববন্ধন ও জনসমাবেশের ঘোষণা দেন।