জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড় এলাকার নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
কালাই থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন জানান, নজরুল ইসলাম হেঁটে হাজিপাড়া থেকে কালাই পৌর শহরে ছেলে শামীম মাস্টারের ভাড়া বাসায় যাচ্ছিলেন। রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।