বিএনপি-জামায়াতের গুন্ডামি-সন্ত্রাসী, অবৈধ হরতালের বিরুদ্ধে আ.লীগ প্রস্তুত: এমপি মুরাদ হাসান
স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা: মুরাদ হাসান বলেছেন- বিএনপির অবৈধ হরতাল-নাশকতার জন্য জনগনের জান-মালের কোন বিঘ্নিত ঘটলে বিএনপির রাজনীতির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি-জামায়াতের গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসীর, নাশকতার মেনে নেওয়া হবে না। বাংলার মাটিতে তাদের কোন ঠাঁই নেই। বিএনপিকে প্রতিহত করতে আ’লীগ প্রস্তুত আছে।
রবিবার (৫ নভেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় শান্তি সমাবেশের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে কোন হরতাল অবরোধ চলবে না। বিএনপি এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করেছেন, আ’লীগের অনেক নেতাকর্মীকে হামলা-মামলা করে নির্যাতন চালিয়েছেন। এখন তাদের প্রতিহত করার সঠিক সময়। আমরা রাজপথে আছি এবং থাকবো। শেখ হাসিনার উন্নয়নযাত্রা কেউ ধাবায় রাখতে পারবে না।
এ-সময় শান্তি সমাবেশে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাবেক পৌর কাউন্সিলর কালাচান পাল, বীর মুক্তিযুদ্ধা লুৎফর রহমান লুলু-সহ সকল বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ। এতে উপজেলা আ’লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও তৃণমূল আ’লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ডা: মুরাদ হাসানের নেতৃত্বে পৌরসভার চত্তর থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে সরিষাবাড়ীর বিএনপির পার্টি অফিস সংলগ্ন আরামনগন বাজার মেইনরোডে গিয়ে শান্তি সমাবেশের আলোচনা শুরু হয়। পরে পুনরায় আবার পৌরসভার চত্তরে এসে শান্তি সমাবেশের অবস্থান কর্মসূচি শেষ করেন।