জামালপুর

সন্ত্রাস করলে বিএনপির রাজনীতির কবর রচনা করা হবে এমপি মুরাদ হাসান

শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, অবরোধের নামে গুন্ডামি-মাস্তানি চলবে না, ভাঙচুর চলবে না আগুন সন্ত্রাস চলবে না। জণগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে বিএনপির রাজনীতির কবর রচনা করা হবে।

Image

জামালপুরের সরিষাবাড়ীতে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পুলিশ হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভা থেকে মুরাদ হাসান এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে আরামনগর বাজার ভিশন প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুরাদ বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি সন্ত্রাসীরা বাংলার মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, নিরীহ মানুষদের হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট ও শত শত মামলা দিয়ে এলাকাছাড়া করেছে। পুনরায় হরতাল-অবরোধের নামে সহিংসতা করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে৷

তিনি আরও বলেন, বিএনপির-জামায়াতকে প্রতিহত করতে রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকবো।

উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker