মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ৪৮ বোতল বিদেশি মদ ও একটি ট্রাকসহ মনির হোসেন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার ভোর সোয়া ৫টার দিকে অভিযানটি চালায় ডিবির একটি দল।জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটালের মোড়ে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১০) তল্লাশি চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে। অভিযানকালে গ্রেফতার করা হয় মনির হোসেনকে।
তিনি সিলেট জেলার গোয়াইনঘাট থানার ছৈলাখের (অষ্টম খণ্ড) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।