কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও কটিয়াদী মডেল থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও উপজেলা মুক্তিযুদ্ধা অফিসের চত্বরে ভোরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন সহ থানার অন্য অফিসার বৃন্দ।
আজ সোমবার ৭ মার্চ সকালে কটিয়াদী ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ হল রুমে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান, মহলিা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোকশেদুল হক, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।