আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড: আবদুল মোমেন। ড: আবদুল মোমেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে (৭ মার্চ) কিছুটা ভালো। দেশে-বিদেশে সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
এ আগে, শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বর্ষীয়ান এ রাজনীতিবিদকে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এই অর্থমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, মুখ দিয়ে কোনো খাবার খেতে পারছিলেন না। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন শনিবার (৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.