কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারদের পরিচিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জালালপুর পরিষদের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমান। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটন, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামলসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ১, ২, ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মনোয়ারা বেগম। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার আলেয়া বেগম। ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার ঝর্না বেগম।
আরোও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান, ৩নং ওয়ার্ডের মেম্বার খোকন ফকির, ৪নং ওয়ার্ডের মেম্বার আবু বাক্কার ছিদ্দিক বাচ্চু, ৫নং ওয়ার্ডের মেম্বার আ: মতিন আসাদ, ৬নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার উসমান গনি, ৮নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার দিদারুল ইসলামসহ সর্বস্তরের ইউনিয়নের জনগণ।
সঞ্চালনায় ছিলেন লোহাজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লা আল ফাহাদ।