কিশোরগঞ্জ

ঈগলের পক্ষে মাঠে নেমেছেন সাবেক চেয়ারম্যান সিরাজ

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনে চলছে ভোটের গরম হাওয়া। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী, সমর্থকরা।

হোসেনপুর উপজেলার বর্ষিয়ান নেতা সিদলা ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দীন (এম এ)সহ সদর ও হোসেনপুরের অসংখ্য নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের পক্ষে মরিয়া হয়ে উঠেছেন।

কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে আগামী ৭ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ জন প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করলেও মূলত ৩ জন প্রার্থী প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন।

তারা হলেন,বর্তমান এমপি যিনি এবারও নৌকা পেয়েছেন ডা: জাকিয়া নূর লিপি, তারই বড় ভাই স্বতন্ত্র ঈগল প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম, তারা উভয়েই মুক্তিযুদ্ধ কালীন মুজিবনগর সরকারের অস্হায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান ও আ’লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই-বোন এবং লাঙল প্রতিকে শিশু চিকিৎসক আব্দুল হাই তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক স্বতন্ত্র চেয়ারম্যান ছিলেন।

নির্বাচনের দিন যতই গণিয়ে আসছে ততই প্রার্থী ও সমর্থকদের মধ্যে কানাঘোষা ও হিসেব নিকেষ চলছে কে হবে বহুল প্রতিক্ষিত এ আসনে বিজয়ী।তবে অধিকাংশ মানুষের আলোচনায় বিপুল ভোটে বিজয়ী হবে ঈগল প্রতিক এমনটি শোনা যাচ্ছে এবং সরে জমিনে দেখা যায়, ঈগলের প্রতিটি মিটিং মিছিলে জনসমূদ্র।

নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী মাঠে রেখেছে আওয়ামী লীগ। স্বতন্ত্র  প্রার্থী সৈয়দ সাফায়াত কে ৭ জানুয়ারি বিজয়ী করার লক্ষে জোরালো প্রচার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের জনপ্রিয় অসংখ্য নেতাকর্মী। 

হোসেনপুর উপজেলার সিধলা ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দীন পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মিছিল মিটিং সহ নানা কার্যক্রমের মাধ্যমে হোসেনপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ঈগলের ভোট নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সিরাজ উদ্দীন জানান,কিশোরগঞ্জ ১ আসনে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে, কিশোরগঞ্জ  সদর হোসেনপুরের মানুষ এবার  পরিবর্তন চায়।কারন আমাদের  অনুভূতির  নেতা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব  মৃত্যু বরণ করার পর এ আসনটি সাংগঠনিক  ভাবে অনেক  দূর্বল হয়ে পড়ে, দল দ্বিধা  ও ত্রিধায় বিভক্ত হয়ে পরে। এবং বিগত ৫ বছর এ আসনে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন মূলক কাজ হয়নি।অথচ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে।কিন্তু  আমাদের  কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) উন্নয়ন  হয়নি।তাই  মানুষ  পরিবর্তন  চায়।ইনশাআল্লাহ  এবার সৈয়দ পরিবারের তৃতীয় পুত্র  সৈয়দ  সাফায়েতুল ইসলাম ঈগল মার্কা নির্বাচীত হবে বলে আমার বিশ্বাস।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker