গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোয়ালী গ্রাম থেকে জয়নাল আবেদিন (৬০) নামের এক মাদকাসক্ত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
নিহত ঐ ব্যক্তি উপজেলার দোয়লী গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলো। নেশার টাকার জন্য প্রায় প্রতিদিনই পরিবারের সদস্যদের সাথে জোর ঝামেলা হতো। এদিকে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের দিন রাতেও নেশার টাকার জন্য পরিবারের লোকজনের সাথে জয়নাল আবেদিনের ঝগড়াঝাটি ও মারামাড়ির মতো ঘটনাঘটে। ঝগড়াঝাটির এক পর্যায়ে নিহতের স্ত্রী ও ছেলেরা তার গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে শ্বাসরোধ্য করে হত্যা করে। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর সদস্যরা নিহত জয়নাল আবেদিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ী পরিদর্শক শহিদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এটি শ্বাসরুধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে।