ফরিদপুর

৩২ মণ ওজনের সুলতানের দাম ২৫ লাখ

সাড়ে চার বছর বয়সী কালো রঙের ফ্রিজিয়ান জাতের ষাড় ‘সুলতান’র ওজন ৩২ মণ। উচ্চতা আনুমানিক ৭০ ইঞ্চি ও চওড়া ২০ থেকে ২২ ইঞ্চি। প্রতিদিন দুপুরে অন্তত তিনজন কর্মচারী তিনদিক থেকে দড়ি টানাটানি করে শেড থেকে বাইরে আনে গোসল করানোর জন্য। এরপর খেতে দেওয়া হয় সবুজ ঘাস।

ফরিদপুরের বড় গরুগুলোর মধ্যে একটি এই সুলতান। এটির লালন-পালন করা হয়েছে সদর উপজেলার গেরদা গ্রামের তাহেরা এগ্রো ফার্মস লিমিটেড খামারে। ফার্মটি প্রতিষ্ঠা করেন গেরদা গ্রামের বাসিন্দা সৈয়দ নওশের আলী ও তাহেরা নওশের দম্পতির দুই ছেলে সৈয়দ আকিব নওশের ও সৈয়দ আবরার নওশের।

খামারের মালিক সৈয়দ আবরার নওশের গণমাধ্যমকে বলেন, সুলতানের দাম আমরা ২৫ লাখ টাকা চেয়েছি। অনেক ক্রেতা এসে গরুটি দেখে বিভিন্ন দাম বলেছেন। সর্বোচ্চ দাম উঠেছে ১৮ লাখ টাকা।

Author

দ্বারা
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker