২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোনার উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় আট জন নিহত ও ৪০ জন আহত ঘটনা বৃহস্পতিবার রাত ১১ টায় কাশিমপুরে প্রধান অভিযুক্ত আসামী আসাদুজ্জামান পনিরকে ফাঁসি দেওয়া হয়েছে।
জানা যায়, ২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোনার উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় আট জন নিহত ও ৪০ জন আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোনা থানায় দুটি মামলা করে। এর মধ্যে হত্যা মামলার রায়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন ওরফে সোহেল ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২। মামলার অপর আসামী সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যহতি দেওয়া হয়। এছাড়া বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানাকে খালাস দেন আদালত।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামি পনির হাইকোর্টে আপিল করে। পাশাপাশি আসামীদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। শুনানি নিয়ে ২০১৪ সালের জানুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন। তবে হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে জেএমবি সদস্য পনির আপিল বিভাগে আবেদন (আপিল) করে। পনির কাশিমপুর কারাগারেই ছিলো। আজ রাত ১১টায় তার ফাঁসি কার্যকর হয়। কোনাবাড়ি মেট্রো থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ কেউ এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেসব্রিফিং করেনি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.