পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ সালের ৪ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ (জুন) বৃহস্পতিবার গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত আমখোলা, গোলখালী, চিকনিকান্দী ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। সাধারণ আসনে ৩৬ জন ও সংরক্ষিত আসনে ১২ জন, মোট ৪৮ জন নবনির্বাচিত সদস্যগণ শপথবাক্য পাঠ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহীন শাহ, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন প্রমুখ।
এর আগে গলাচিপা উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমখোলা ইউপির মো. কামরুজ্জামান মনির, গোলখালী ইউপির মো. নাসির উদ্দিন, চিকনিকান্দি ইউপির সাজ্জাদ হোসেন এবং রতননি তালতলী ইউপির গোলাম মোস্তফাসহ পটুয়াখালী জেলার ৪ টি উপজেলার মোট ১৯ জন চেয়ারম্যানবৃন্দদের পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ ঘটিকায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।