সিরাজগঞ্জের তাড়াশে করোনায় আক্রান্ত হয়ে মো: জাকির হোসেন নামের এক ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সে তাড়াশ উপজেলার শোলাপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুর রহিমের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মো: জাকির হোসেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে, ঢাকার শ্যামলী শাখায় কর্মরত ছিলেন। সেখানে তিনি করোনায় আক্রান্ত হলে এক সপ্তাহ আগে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাস কষ্ট শুরু হলে জরুরি ভাবে আইসিইউতে ভর্তি করা হয়। আজ (বুধবার) ভোরে তিনি মারা যান।
জাকির হোসেনের লাশ এ্যাম্বুলেন্স যোগে তার নিজ বাড়ি শোলাপাড়া গ্রামে নিয়ে আসা হলে, দুপুর দুই টার সময় প্রশাসনের উদ্যোগে এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের ব্যবস্থাপনা ও সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে বিশেষ ব্যবস্থাপনায় জানাযা শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, বিএনপির সভাপতি স,ম, আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।