বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সির (বিডিইউ) স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস দ্রæত বাস্তবায়ন এবং বর্তমান বঙ্গবন্ধু
ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে সকাল ১১টার
দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসের সামনে এসে থামে, সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একজন আন্দোলনকারী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে আমরা স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করছি, কিন্তু এখনো কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের অবস্থানের ফলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসযাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং স্থানীয় যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।পরে দুপুর দেড়টার দিকে থানা পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।
এসময় শিক্ষার্থীরা আগামী শনিবার পর্যন্ত কর্মসূচি বন্ধের আলটিমেটাম দিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা ।এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজী ইঞ্জিনিয়ারিং এর ৫ম ব্যাচের শিক্ষার্থী ওয়ালীউর রহমান লিমন,মাস্তুরা জাহান, তাহসান ইসলাম প্রমুখ ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের জানান, “শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে দুপুর দেড়টার দিকে মহসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা । অন্যদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।