গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চন্দ্রা সরকারী কলেজের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানববন্ধন সুত্রে জানা যায়, চন্দ্রা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন গত সোমবার দুপুরে বাড়ী থেকে কলেজে পরীক্ষা দিতে আসার সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করে।
এঘটনার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক রুবাইয়া ইয়াছমিন, সেলিম জাহান, সাজেদুল আলম পলাশ, আনোয়ার হোসেন,এস এম খালিদ,আহত শিক্ষার্থীর বাবা আব্দুল জলিল,
শিক্ষার্থী মুন্নি,শামীম হোসেন,সাহাদত হোসেন, সাকিব, শিমুল জোবায়ের প্রমুখ। এসময় কলেজের শিক্ষার্থীরা সাজ্জাদের উপর হামলাকারীদের দ্রত গ্রেফতার ও কলেজের দুইপাশের সিসি ক্যামেরা সচল করা এবং কলেজ গেইটের সামনে থেকে যানবাহন সরিয়ে রাখার দাবি জানান।