কাউনিয়া উপজেলার খোর্দ্দ ভূতছাড়া গ্রামের হুমায়ুন কবিরের কন্যা সম্পা খাতুন (২৫) এর সাথে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের আলেফ উদ্দিনের পুত্র শাহ আলমের সাথে ৭ বছর আগে বিয়ে হয়।
সম্পার ভাই শাহজাহান আলী জানান, বিয়ের কিছু দিনই পর থেকেই যৌতুকের টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ দিতো এবং টাকা না নিয়ে গেলে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, ননদ মিলে মারপিট করতো, রাতে শাহ আলম গোপনে পাশ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। রোগীর অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা বলেন। ওই রাতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকা জনক অবস্থায় সম্পা কে ভর্তি করে সম্পার বাবার বাড়িতে খবর দিয়ে সম্পার স্বামীসহ তার বাসার লোকজন পালিয়ে যায়। হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার রাতে মারা যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে কাউনিয়ার শহীদবাগ খোর্দ্দ ভূতছাড়া গ্রামে পিতার বাড়িতে শনিবার বিকালে সম্পার লাশ দাফন সম্পন্ন হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো: মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।