বাণিজ্য

নুরতাজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত

জনপ্রিয় ই-কমার্স সাইট নুরতাজ লিমিটেডের ৫ম বার্ষিকী গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, ইক্যাব ভাইস প্রেসিডেন্ট মো: সাহাব উদ্দিন শিপন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর প্রতিষ্ঠাতা এবং এমডি মেজর এসএম নুরুজ্জামান ও শরীফুল ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্নেল খন্দকার আনিসুর রহমান (অব:) ইন্জিনিয়ার কাজী ওয়াহিদ, আক্তার হোসেন মোল্লা, জুয়েল সরকার ও নাহিদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জনেরও বেশি ই-কমার্স এবং আইটি উদ্যোক্তাগণ।

সম্পর্কিত সংবাদ

আরো পড়ুন: ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

৫ম বার্ষিকীর অনুষ্ঠানে নুরতাজের প্রতিষ্ঠাতা এবং প্রধান নিবার্হী সেলিম শেখ বলেন, অনেক কঠিন পথ পেরিয়ে নুরতাজ এখন পাঁচ বছরে সফলভাবে পার করেছে। বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং স্থিতিশীল অর্থনীতির কারণে প্রকৃত ই-কমার্স ব্যবসায়ীগণ টিকে আছেন এবং ভালোভাবে ব্যবসা করতে পারছেন। এ সময় তিনি ই-কমার্স ইন্ডাস্ট্রির কিছু বিদ্যমান সমস্যা এবং সমাধানের জন্য ব্যবসায়িক নেতাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসিস এর সভাপতি রাসেলটি আহমেদ বলেন, আমরা দেশীয় আইটি উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই এবং পাশে থাকতে চাই। ই-কমার্সের সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বেসিস, ইক্যাব, বাক্কোসহ আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে পাঁচটি অ্যাসোসিয়েশন একযোগে কাজ করে যাবে।

আরো পড়ুন: মুশির দ্রুততম সেঞ্চুরি, রেকর্ড স্কোরে বাংলাদেশ

এছাড়াও ই-কমার্স ব্যবসা সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখার জন্য কয়েকজন গুণী ব্যক্তিকে  বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এরপর নৈশ ভোজ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker