জাপানের হোক্কাইডোর কাছে একটি ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৭ মিনিটে হোক্কাইডোর কুশিরোর কাছে এ ভূমিকম্প আঘাত হানে।
ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থ সায়েন্স অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনআইইডি) অনুসারে ভূমিকম্পটি ৬১ কিলোমিটার গভীরে নেমুরো উপদ্বীপে আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপানের অন্যতম প্রধান উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো কয়েকদিন আগে আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল। গত সোমবার হোক্কাইডোতে পাঁচ দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।