আন্তর্জাতিক
Mission 90 News
Send an email
ফেব্রুয়ারি ২৩, ২০২৩সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরে এই ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। খবর কাঠমান্ডু পোস্টের।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, গতকাল বেলা ১টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ওই অঞ্চলের বিছায়া এলাকায়। তবে নেপালে গতকালের ভূমিকম্পে হতাহত হওয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে সর্বশেষ গত ২৪ জানুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাজুরা শহর। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্র ছিলো সেখানকার মেলা শহরে। সে সময় ভূমিকম্পে একজনের মৃত্যু হয়।
সম্পর্কিত সংবাদ