সম্প্রতি ভারতে জিমে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছেন এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, শরীরচর্চা করবেন বলে নাশালি নামে একজন নিজের আবাসনের মধ্যের জিমে দরজা খুলে প্রবেশ করলেন। দরজা ভেতর থেকে বন্ধ করে, ব্যায়াম শুরু করতে যাবেন। ঠিক সেই সময়েই কেউ দরজায় এসে দাঁড়ায়। শুনতে পেয়ে দরজা খুলে দিতে যান। পেছন ফিরে চলে আসার সময়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি অতর্কিতে আক্রমণ করেন তাকে। নাশালি বুঝতে পারেন, ওই ব্যক্তি যৌন হেনস্তা করার চেষ্টা করছেন।
এ রকম সময় নাশালি ভয় না পেয়ে ওই ব্যক্তির মুখে একের পর এক ঘুসি মারতে শুরু করেন। শেষ পর্যন্ত নাশালির সাহসের কাছে হার মানে আক্রমণকারী।
পুরো ঘটনাই রেকর্ড হতে থাকে জিমের দেওয়ালে লাগানো সিসি ক্যামেরায়। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নাশালি নিজেই।
নাশালির বক্তব্য, ওই ব্যক্তি কাছাকাছি আসা মাত্রই আমি প্রতিবাদ করি। কিন্তু কোনোভাবে তাকে আটকাতে পারছিলাম না। তখন বাধ্য হয়ে হাত-পা চালাতে শুরু করি।
View this post on Instagram