গেলো ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই তুরস্ক-সিরিয়া অঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২বার আফটারশক বা পরাঘাতে কেঁপে উঠে ওই অঞ্চল।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে।
At least three people are dead, 213 others injured after a new 6.4 earthquake jolts Türkiye’s southeastern Hatay province, just two weeks after powerful #TurkiyeQuakes claimed tens of thousands of lives
Follow our live updates:👇 https://t.co/wzNSDyvvsR
— TRT World (@trtworld) February 20, 2023
তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।
সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। এর তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়। এছাড়া পার্শ্ববর্তী জর্ডান, ইসরায়েল, মিশরেও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে নতুন করে ভূমিকম্পে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।