আন্তর্জাতিকহিন্দু
Mission 90 News
Send an email
ফেব্রুয়ারি ১৪, ২০২৩সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভালোবাসা দিবসকে ‘নোংরামি’ উল্লেখ করে দুই কুকুরের বিয়ে!
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উদযাপনকে কটাক্ষ করে দুটি কুকুরের বিয়ে দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু মুন্নানি’। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গায়।
সংগঠনটির দাবি, ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকারা জনসমক্ষে ‘নোংরামি’ করে।
ফলে এর বিরোধিতা করতেই তারা এমন প্রতিবাদ করছেন। তারা বলছেন, ভ্যালেন্টাইনস্ ডে হিন্দু সংস্কৃতির পরিপন্থী! প্রতিবাদস্বরূপ সোমবার ‘হিন্দু মুন্নানি’র কর্মীরা দুটি কুকুর এনে তাদের কাপড় ও মালা পরিয়ে দেন। সেই কাপড় দিয়ে গাঁটছড়া বেঁধে কুকুর দুটির বিয়ে দেওয়া হয়।
এর আগের বছরগুলোতেও বিশ্ব ভালোবাসা দিবসের বিরোধিতা করে বিভিন্ন উপায়ে বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন।
সম্পর্কিত সংবাদ