আন্তর্জাতিক
Mission 90 News
Send an email
ডিসেম্বর ১৬, ২০২২সর্বশেষ আপডেট ডিসেম্বর ১৬, ২০২২
ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, ৫ শিশুসহ ১০ জনের মৃত্যু
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
ফ্রান্সের লিওন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সরকার।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভলক্স-এন-ভেলিনের ভবনটির সাত তলা ব্লকে আগুন লাগে।মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা।
সম্পর্কিত সংবাদ
নিহত শিশুদের সবার বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে বলে জানায় কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি