নিজের সরকারি বাসভবনে দুই নারী অতিথির টপলেস ছবি ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ পায়। সেখানে দেখা যাচ্ছে, ফিনল্যান্ডের দুইজন জনপ্রিয় ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে টপলেস অবস্থায় চুমু খাচ্ছেন। তাদের শরীরের ঊর্ধ্বাংশ ‘ফিনল্যান্ড’ লেখা একটি চিহ্ন দিয়ে ঢাকা। ছবিটি জুলাই মাসে তোলা হয়েছিলো।
ছবিটি ‘যথাযথ’ নয় স্বীকার করে এর জন্য ক্ষমা চেয়েছেন সানা মারিন।
তিনি জানিয়েছেন, জুলাইতে হেলসিংকিতে তার সরকারি বাসভবনে এক পার্টিতে ওই ছবিটি তোলা হয়।
দেশটির গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের নিচতলার অতিথিদের বাথরুমে ছবিটি তোলা হয়।
মারিন বলেন, ‘পার্টিতে আমরা বাষ্পস্নান করি, সাঁতার কাটি ও একসাথে সময় কাটাই। ওই ছবিটি তোলা উচিৎ হয়নি, তবে সেখানে অস্বাভাবিক কিছু ঘটেনি।’
২০১৯ সালে ক্ষমতায় আসা ৩৬ বছর বয়সী সানা মারিন কয়েকদিন আগ পর্যন্তও পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন।
মাত্র কয়েকদিন আগেই ‘মাত্রাতিরিক্ত পার্টি’ করার অভিযোগে এসেছিল তার বিরুদ্ধে। সেবার ড্রাগ টেস্ট নেগেটিভ আশায় পার পেয়ে যান তিনি।