ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার ৫নং দুওসও ইউনিয়নের দক্ষিণ সনগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল আনাম ডন। তিনি জানান, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- ১। মো: আশরাফ আলী(৪৭), ২। মো: সবুজ আলী(২২), ৩। মো: আনোয়ার হোসেন (৩২) ও ৪। মো: হোসেন আলী (৩৫)।আটক সকলে ৫নং দুওসও ইউনিয়নের দক্ষিন সনগাও গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার এসআই মো: আ: সোবহান বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। বালিয়াডাঙ্গী থানার মামলা নং ১২, তারিখ-২৪/০৮/২২ ইং।