ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় সোহেল রানা ওরফে জনি নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরসভা কার্যালয়ের সামনে (পুরাতন আরডিআরএস মোড়) এ দূর্ঘটনা ঘটে। জনি উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের মধ্য বীরহলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ওই যুবক পেশায় শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনি সন্ধ্যা সাড়ে সাতটায় পীরগঞ্জ শহর থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পৌরসভা কার্যালয়ের সামনে আরডিআরএস মোড় নামক এলাকায় পৌঁছালে সে বালিতে পিছলে পাকা রাস্তার উপর পড়ে যায়। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।