আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। শনিবার (২৩ জুলাই) ভারতের বিহার রাজ্যের সারন জেলার খুদাই বাগ গ্রামে এ ঘটনা ঘটে।
সারন জেলার খায়রা থানা-পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যবসায়ীর নাম শাবির হোসেন। বিস্ফোরণের পর তার বাড়ির একটি অংশ উড়ে গেছে। বাকি অংশে এখনো আগুন জ্বলছে। বাড়িটি নদীর তীরে অবস্থিত।
পুলিশ জানায়, বাড়িটিতে আতশবাজি তৈরি করা হতো । বিস্ফোরণের পর এক ঘণ্টা ধরে একটানা শব্দ শোনা যাচ্ছিল।
সারন জেলার এসপি সন্তোষ কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের পেছনের কারণ অনুসন্ধান করছি। ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকেও ডাকা হয়েছে।