মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক সন্দেহভাজন হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) ইন্ডিয়ানাপোলিস শহরের দক্ষিণে একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ওই হামলাকারী। বিশেষ করে ফুড কোর্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ মোট চারজন নিহত হয়েছেন।
ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেন, আমাদের দেশে এরকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি।
গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে গুলি চালানোর খবর পাওয়া গেছে। এ হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হন।
মার্ক আরও জানান, পরে সন্দেহভাজন হামলাকারী একজন বেসামরিক বন্দুকধারীর গুলিতে নিহত হন।
এখনও হামলাকারী ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ওই ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য স্থানীয়দের সাহায্যও চেয়েছে পুলিশ।
এর আগে চলতি বছরের শুরু থেকেই দেশটিতে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটে। গত মাসে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে পাস হওয়া বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ বছরের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এটি।