জাপান সফরে গিয়ে তাইওয়ান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যকে উসকানিমূলক আখ্যা দিয়ে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় বলেছে, যুক্তরাষ্ট্র ‘আগুন নিয়ে খেলছে’।
বার্তা সংস্থা এএফপি জানায়, চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছে।
স্টেট কাউন্সিলের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চীনকে সামলাতে ‘তাইওয়ান কার্ড’ ব্যবহার করছে এবং এতে সে নিজেই পুড়ে যাবে।
যা দুই দেশের পূর্ব প্রতিষ্ঠিত নীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রকে এমন কোনো মন্তব্য বা কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।
এর আগে সোমবার বাইডেন টোকিওতে বলেন, চীন তাইওয়ানে হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানের পাশে দাঁড়াবে। চীন তাইওয়ানের একেবারে কান ঘেঁষে জঙ্গি বিমান উড়িয়ে এবং অন্যান্য সামরিক কর্মকাণ্ড চালিয়ে ইতোমধ্যে বিপদ নিয়ে খেলছে।
এ সময় চীন-তাইওয়ান পরিস্থিতির সঙ্গে ইউক্রেন-রাশিয়ার হামলার তুলনা করেন বাইডেন।
বাইডেনের এমন বক্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ান ও ইউক্রেন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এই দুটিকে তুলনা করা অবান্তর।
তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে লিজিয়ান বলেন, সেখানে কোনো রকমের ছাড়ের সুযোগ নেই এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেবো না। আমেরিকার এ কথা জানা নেই যে, চীন নিজের ভূখণ্ড রক্ষা করার ক্ষমতা রাখে।