পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনী আমায় তিনটি অপশন দিয়েছিল। সোমবার তিনি এমন অভিযোগ করেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলোচনার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান বলেন, পাকিস্তানে অচলাবস্থা চলার সময় দেশটির সেনাবাহিনীর প্রধান ও গোয়েন্দা বিভাগের প্রধান আমায় তিনটি অপশন দিয়েছিলেন। তা হলো, অনস্থা প্রস্তাব চলমান রাখা, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেয়া। এ তিনটি অপশনের মধ্যে আমি পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাবকে সমর্থন করি।
এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর বিষয়ে করা একটি প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি এমন কিছু বলব না যাতে পাকিস্তানের ক্ষতি হয়। আমি কিছুই বলব না, কারণ পাকিস্তানের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সেনাবাহিনী দরকার। আমরা একটি মুসলিম দেশ। তাই, শক্তিশালী সেনাবাহিনী আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়।