কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলাকারী এক ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা।
শনিবার (১৯ মার্চ)অন্টারিওর মিসিসাউগা এলাকায় দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে ফজরের নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আক্রমণকারী যুবকের নাম মোহাম্মদ ময়েজ ওমর (২৪)। সশস্ত্র হামলাসহ ছয়টি অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাতে কুড়াল ও ভাল্লুক তাড়ানোর স্প্রে (বেয়ার স্প্রে) নিয়ে মুসল্লিদের ওপর হামলা করতে উদ্যত হন এক তরুণ।
সাথে সাথে এক মুসল্লি তার হাত থেকে কুড়ালটি কেড়ে নিয়ে পুলিশ আসা পর্যন্ত তাকে জাপটে ধরে রাখেন।
মসজিদের ইমাম ইব্রাহিম হিন্দি জানান, বেয়ার স্প্রে থেকে কয়েকজন মুসল্লি সামান্য আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক মুসল্লি জানান, নামাজ আদায়ের সময় হঠাৎই স্প্রে করা শুরু করে ওই যুবক। এরইমধ্যে সামনের সারি থেকে কেউ একজন পেছনে ফিরে তার হাত থেকে কুড়ালটি কেড়ে নেয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে মুসল্লিদের ওপর হওয়া হামলার ঘটনা খুবই পীড়াদায়ক।
আমি এই সহিংসতার তীব্র নিন্দা জানাই- কানাডায় এর কোনো জায়গা নেই- আর আমি আজ এই কমিউনিটির মানুষের জন্য প্রার্থনা করবো। সেখানে আজ সকালে যারা ছিল তাদের সাহসকে আমি অভিবাদন জানাই।’