সাহিত্য
Mission 90 News
Send an email
ফেব্রুয়ারি ২২, ২০২২সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ২২, ২০২২
সুখ মনে রাখেনা দুঃখ’কে- কবিতা
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
সুখ মনে রাখেনা দুঃখ’কে
স্বপন মাহমুদ
সুখ হয় আনন্দ, সে কি আর বোঝে।
দুঃখের যতই কষ্ট হোক সুখকে ঠিক’ই খোঁজে।
সুখ সে তো স্বার্থ, সেটাতো জানি
বেচারা দুঃখ তবুও পিছু ছাড়েনি!
ভুলে যায় সুখ, মনে রাখে দুঃখ
স্বার্থের দুনিয়াতে সবাই বলবে সত্যি’ই বিচিত্র।
কপালে লিখন না যায় খন্ডন !
সুখের মেলায় দুঃখকে ভুলার কারণ ?
দু’চোখ বন্ধ করে পেয়েছি সমাধান।
দুঃখ আমার, সুখটা সবার সম্মান।
এটাই সৃষ্টিকর্তার দান
সুখ-দুঃখ মিলেই জীবনের অবসান।