পরিচালক রফিক সিকদারের তৃতীয় সিনেমা ‘বসন্ত বিকেল’। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও নাবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।
পরিচালক রফিক সিকদার বলেন, সেন্সর বোর্ডে ‘বসন্ত বিকেল’ প্রদর্শনের সময় যারা ছিলেন, প্রত্যেকেই সিনেমাটির প্রশংসা করেছেন। সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে।
তিনি আরও বলেন, করোনার কারণে আমার প্রযোজক তার ব্যবসায় অনেক ক্ষতির শিকার হয়েছে। যার কারণে দীর্ঘদিন ধরে সিনেমাটির নির্মাণ কাজ বন্ধ ছিল। যখন দেখলাম ১ বছর হয়ে গেলেও তিনি টাকা দিতে পারছেন না। তখন নিজেই পকেটের টাকা দিয়ে বাকি থাকা কাজ শেষ করেছি। আশা করি, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সবাই পছন্দ করবেন।
চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ বলেন,‘ভয় লাগছে; আমার প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ মুক্তি পাচ্ছে। এই সিনেমাতে ছোট ছোট ভুলত্রুটি বেশি হয়ে গেল কি না, দর্শক কীভাবে গ্রহণ করবেন সবকিছু ভেবে একটু ভয় লাগছে। আবার আনন্দ লাগছে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি দর্শক ভালো ভাবে নিবে।’
পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বসন্ত বিকেল’। চলতি মাসেই সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এদিন, প্রচারণার অংশ হিসেবে টাইটেল সং মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.