পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ৫ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত
নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা চরমে; ধ্বংস ভারতীয় ব্রিগেড সদর ও সীমান্ত চৌকি
ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী প্রতিরোধমূলক হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও একাধিক সীমান্ত চৌকি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এ তথ্য নিশ্চিত করেছে।
ISPR-এর মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, “পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের আগ্রাসনের পর প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে।”
তিনি আরও জানান, পাকিস্তানের বিমান বাহিনীর সব জেট নিরাপদে ফিরে এসেছে। ভারতীয় বিমান বাহিনীর (IAF) যে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি এসইউ-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯।
পাকিস্তানের হুঁশিয়ারি: ‘সমুচিত জবাব দেওয়া হবে’
ভারতের মধ্যরাতের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, “ভারত কাপুরুষোচিতভাবে নিজেদের আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে। তারা কখনো নিজেদের সীমান্ত পেরোয়নি। আমরা চাই তারা বেরিয়ে আসুক—পাকিস্তান সমুচিত জবাব দেবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান এই হামলার বদলা নেবে এবং ভারতের চেয়েও বড় পরিসরে জবাব দেবে। শুধু বেসামরিকদের ওপর নয়, সীমান্তের ভেতর থেকেই ভারত এই হামলা চালিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”