কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড় এলাকায় বুধবার(১২ জুন সকালে হাসি আরা নামের নারী পোষাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘড়ের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন ওই নারী পোষাক শ্রমিক।
নিহত ওই পোষাক শ্রমিক হলেন সিরাজগজ্ঞের বেলকুচি উপজেলার উত্তর বানিয়াগাড়ী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। তারা স্বামী স্ত্রী মিলে মৌচাক দোকানপাড় এলাকার নাজিমুদ্দিন দেওয়ানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকুরী করেন।
প্রত্যক্ষর্দশীরা ও পুলিশ সূত্র জানায় গত ১ বছর আগের হাসি আর শরিফুলের প্রেম করে বিয়ে হয় বিয়ের পর থেকেই হাসিকে তার স্বামি শারিরিক ও মানসিক ভাবে বিভিন্ন সময় র্নিযাতন করে আসছিলেন। দুইদিন আগেও পারিবারিক বিষয় নিয়ে তাদেও জগড়া হয়।
গতকাল রাতে শরিফুল কারখানায় নাইট ডিউটিতে গেলে রাতের যে কোন সময় ঘড়ের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। সকালে ৬ টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ পায়। এসময় অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাকা দিয়ে দেখেন হাসির জুলন্ত লাশ। পরে পাশের কক্ষের সিলিং দিয়ে উঠে ঘরের দরজা খুলেন শরিফুল। এসময় গলার উড়না কেটে নিহতের লাশ নিচে নামানো হয়। এসময় স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসেন মৌচাক ফাঁড়ি পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শাহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৌচাক ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক আসাদ জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় অপমৃত্যুর মামল হয়েছে ।