উঠান ঝাড়ু দিচ্ছিল ১২বছরের শিশু কন্যা জাইমা, হঠাৎ পিছন থেকে ধরে আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নজরুল
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া জাইমা (ছদ্মনাম) নামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় ওই শিশুর বাবা একটি অভিযোগ দায়ের হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলাম ওই উপজেলার কাকিনা ইউনিয়নের রাজবাড়ী এলাকার মৃত ইসহাক আলীর পুত্র।
পরিবার ও অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে নজরুল ইসলাম ওই শিশু কন্যা জাইমাকে বিরক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের লোকজন জানার পর তার বাবা নিজেই মেয়েকে স্কুলে আনা নেয়া করেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শিশু জাইমা ঘর ঝাড়ু দেয়ার পর বাহিরের উঠান ঝাড়ু দিতে যায়। এসময় নজরুল ইসলাম পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে মুখ চেপে ধরে জোর করে বাড়ির পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির আত্মচিৎকারে এলাকাবাসী নজরুল ইসলামকে আটক করলে পরে কৌশলে সে পালিয়ে যান।
এ বিষয়ে কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু জানান, মেয়ের বাবা-আমার কাছে এসে ছিলেন। বিষয়টি যেহেতু নারী শিশু নির্যাতন তাই আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার আর পরামর্শ দিয়েছি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।